চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র ৮ ও আওয়ামী লীগের ৫ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছেন।
কুমারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবু সাঈদ পিন্টু ৪ হাজার ৬১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
ডাউকী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী তরিকুল ইসলাম ৫ হাজার ৫৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
জামজামি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম ৬ হাজার ৮০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
খাদিমপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোজাহেদুর রহমান জোয়ার্দ্দার লোটাস ৮ হাজার ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
গাংনী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মুন্সী এমদাদুল হক ৫ হাজার ৪৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
ভাংবাড়ীয়া ইউনিয়নে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সোহানুর রহমান সোহান ৪ হাজার ৩৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
হারদী ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আশিকুজ্জামান ওল্টু ৬ হাজার ৪৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
বারাদী ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তোবারক হোসেন ৩ হাজার ৮৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
চিৎলা ইউনিয়নে চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হাসানুজ্জামান সরোয়ার ৬ হাজার ১০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
জেহালা ইউনিয়নে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শিলন আলী ৭ হাজার ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
কালিদাসপুর ইউনিয়নে চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আশাদুল হক মিকা ৩ হাজার ৪৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
বেলগাছী ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হাসান চঞ্চল ৩ হাজার ৪৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
খাসকররা ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তাফসির আহমেদ লাল ৭ হাজার ৯৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।